২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এ দাবি জানান। বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে, এতে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হয়নি, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি— ভারতের জনগণের সঙ্গে আমাদের দেশের জনগণের বিমাতাসুলভ সম্পর্ক নেই।

ভারত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে উল্লেখ করে করে হাসনাত আবদুল্লাহ বলেন, এই বিষবাষ্পের বিপরীতে আমাদের প্রচার করতে হবে, বাংলাদেশ সম্প্রীতির দেশ বিশ্বদরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। জাতীয় ঐক্যের প্রয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে।

The Weekly Desher Chitra; Weekly Desher Chitra; Desher Chitra; desherchitra; সাপ্তাহিক দেশের চিত্র; দেশেরচিত্র; দেশের চিত্র; Bangladeshi weekly magazine; Desher Chitra news; Current Bangla news; Weekly news Bangladesh; Bangladesh news updates; Popular weekly magazine; Desher Chitra articles; Weekly news analysis; Bangladeshi culture magazine; Breaking news Bangladesh; Latest Bangla weekly news; Desher Chitra editorials; Top weekly publications; Bangla news today; Weekly feature stories; Politics in Bangladesh; Desher Chitra archives; Weekly entertainment news; Bangladeshi lifestyle magazine; Local Bangla news; Business news Bangladesh; Weekly crime reports; Desher Chitra online; Weekly headlines Bangladesh; Weekly sports news; Bangladeshi art and culture; Social issues in Bangladesh; Weekly magazine subscription; Desher Chitra digital edition

 

ভারতের সঙ্গে সম্পর্ক যেন জনগণের সঙ্গে জনগণের এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের হয় সে বিষয়ে আহ্বান জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা বলেছি, ভারত সরকারের সঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারের যে সম্পর্ক ছিল, যে চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যাসহ, সীমান্তের সব হত্যার বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যেন ন্যায্যতার সঙ্গে হয়, তাও নিশ্চিত করার কথা বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *